এলজিইডি-মোংলা অর্জন
বাগেরহাট জেলার মোংলা উপজেলা এলজিইডির অধীনে বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অধীনে উল্লেখযোগ্য স্কুল,ব্রিজ,সড়ক,সেতু,কালভার্ট,পুকুর,নদী ও খাল খনন।
বিগত ০৫ বছরের অগ্রগতি
* নতুন প্রাথমকি বিদ্যালয় নির্মাণ ১০ টি।
* নতুন ব্রিজ নির্মাণ ১৪ টি (৫২১.২০ মি.)।
* নতুন সড়ক নির্মাণ ৩৫ কি.মি.।
* নতুন ঘাটলা নির্মাণ ০৫ টি।
* নতুন মসজিদ,মন্দির,গীর্জা নির্মাণ ১০টি।
* নতুন স্কুলের বাউন্ডারী ওয়াল নির্মাণ ০২ টি।
* উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ ০১ টি।
* উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ ০১ টি।
* ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ০৩ টি।
* ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ ০১ টি।
* তাল গাছের চারা রোপণ ২২০০ টি।
এছাড়া এই উপজেলায় ০৬ টি গ্রোথ সেন্টাের রয়েছে । এলজিইডির বিভিন্ন প্রকল্পের দ্বারা উন্নত করা হচ্ছে এবং বিভিন্ন প্রকল্পে অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস